নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের ভিতরে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলা শাখা। শনিবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন টাঙ্গাইলের বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী লিজু বাউলা। জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথির সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেমা সরকার, মাহাথির মোহাম্মদ খান, নাদিম খান নিলয় প্রমুখ।
ফাতেমা রহমান বিথী বলেন, শিক্ষার পরিবেশ মূলত একটা জাতির গড়ে উঠার পরিবেশ। এ পরিবেশ উন্নত তখনই হবে, যখন শিক্ষার গুনগত মান, শিক্ষা লাভের সুযোগ ও শিক্ষালয়ের পরিবেশ উচ্চতর মাত্রায় কার্যকর থাকে। কিন্তু আমরা দেখছি, টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে শিক্ষা গ্রহন করতে পারছে না। স্কুল ম্যানেজিং কমিটি বিদ্যালয়টির ভিতরেই মার্কেট নির্মাণ কাজের সিদ্ধান্ত নিলেন। মার্কেট হলে শিক্ষার্থীরা না পাবে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, না পাবে নিরাপত্তা।
তিনি আরও বলেন, শুধুমাত্র ব্যক্তি মুনাফা লাভের আশায় বিদ্যালয়টির ভিতরে মার্কেট তৈরির পায়তারা করছেন একটি প্রভাবশালী মহল। আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে অবিলম্বে এই মার্কেট বন্ধের দাবি জানাই এবং সেই সাথে শিক্ষার্থীদের শিক্ষার মান বিকাশে স্কুল ম্যানেজিং কমিটি এবং প্রধান শিক্ষক যাতে অধিক মনযোগ দেন সেই আহ্বান রাখছি।