টাঙ্গাইলে লায়ন ফিটনেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

টাঙ্গাইল সদর ফিচার সংগঠন স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক: র্যালি আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে টাঙ্গাইল শহরের লায়ন ফিটনেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

 

 

শুক্রবার, ১৫ সেপ্টেম্বর সকালে ৬ ষষ্ঠ বছরে পদার্পণ উপলক্ষে শহরের ডিসি লেকের সামনে থেকে বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি লেক প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

লায়ন ফিটনেস ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক সাবেক জেলা খাদ্য কর্মকর্তা অনন্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে সরকারি শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক আল আমিন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন চৌহালি সরকারি কলেজের প্রভাষক ভিপি আনোয়ার হোসেন, সোনালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আব্দুল মজিদ খান, মানিকগঞ্জ পরিবার পরিকল্পনার উপপরিচালক মোঃ মনিরুজ্জামান খান, মাওলানা ভাসানী কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, ক্লাবের সদস্য গাজী সালাউদ্দিন প্রমুখ।

 

 

এ সময় বক্তারা বলেন, লায়ন ফিটনেস ক্লাবটি ৬ বছর অতিক্রম করেছে এটা সত্যিই গর্বের বিষয়। আমরা এর সফলতা কামনা করি। শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।

উল্লেখ্য, সুস্থ দেহ, সুস্থ মন, তারুন্য জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর লায়ন ফিটনেস ক্লাবটি যাত্রা শুরু করে। শিক্ষক, ব্যাংকার, চাকুরীজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই ক্লাবের সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *