নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ৫০তম গ্রীষ্মকালীন মেয়েদের হ্যান্ডবল ও কাবাডি ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর বিকেলে জাতীয় স্কুল ও মাদরাসা কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুলের হ্যান্ডবল ও কাবাডি খেলায় পারদর্শী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ সালমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।
এ সময় বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
৫০ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডি (বালিকা) চ্যাম্পিয়ন হয়েছে ধরেরবাড়ি মুসলিম উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং হ্যান্ডবলে ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।