এশিয়া কাপের মধ্যে সাকিব আল হাসান কেন ছুটিতে ঢাকায়!

খেলা জাতীয় ফিচার সংগঠন

সময়তরঙ্গ ডেক্স: এশিয়া কাপের গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে জিতে সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ দল। ইতিমধ্যে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে ফাইনালের আশা প্রায় শেষ তাদের। আগামী শুক্রবার ভারতের বিপক্ষে সুপার ফোরে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

 

 

 

দলের কঠিন সময়ে গত রবিবার ঢাকায় ফিরলেন সাকিব আল হাসান। এশিয়া কাপের ঠিক মাঝপথে কী কারণে বাংলাদেশ অধিনায়ক দেশে ফিরলেন, সেটি ছিল রহস্যজনক। কলম্বোয় বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস অবশ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ব্যক্তিগত কারণে দেশে গিয়েছেন সাকিব।

 

 

এশিয়া কাপ চলাকালীন সাকিব দেশে যাওয়ার কারণ হিসেবে জালাল ইউনুস বললেন, ‘সাকিবকে ব্যক্তিগতে কারণে ছুটি দিয়েছিল। আমরা এখানে সবাই ছিলাম। আগেও বলেছিল তিন দিনের জন্য ছুটি লাগবে। যেহেতু এখানে কোনো অনুশীলন নেই। সে জন্য সে চেয়েছিল ঢাকায় যাবে, একটা ব্যক্তিগত কাজ ছিল বলেছে। সভাপতিও ছিলেন আমাদের সঙ্গে, টিম ম্যানেজমেন্ট, কোচও জানে। সবাই মিলে তাকে এই বিরতিতে ঢাকায় যেতে দিয়েছি।’

 

আগামীকাল আবার শ্রীলঙ্কার উদ্দেশে ফ্লাইট ধরবেন সাকিব। তবে কঠিন সময়ে খেলোয়াড়দের মানসিকভাবে সতেজ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকাই থাকে অধিনায়কের। শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর দিনই সতীর্থ মুশফিকুর রহিমের সঙ্গে দেশের বিমান ধরেন সাকিব। মুশফিক এসেছেন সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে। কিন্তু সাকিবের ব্যাপারটি বাণিজ্যিক বলে গুঞ্জন রয়েছে। একটি শো-রুমের উদ্বোধনে নাকি ঢাকায় আসেন তিনি।

এই কঠিন সময়ে দল সাকিবকে মিস করছেন কি না? সাংবাদিকদের এমন প্রশ্নে জালাল ইউনুস বললেন, অধিনায়ককে না (মিস করছে না)। এখানে অধিনায়ক আসছেন কলম্বোয়। দুই-তিন দিনের জন্য গেছে। এতটুকু সময়ের মধ্যে অধিনায়কের অনুপস্থিতি খুব একটা সমস্যা হচ্ছে না। এসেই হয়তো আমাদের সঙ্গে আলাপ-আলোচনা করবে। আশা করছি সাকিব কাল চলে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *