কালিহাতীতে ২৮ বছরেও হয়নি ছাত্রলীগ নেতা শফি সিদ্দিকী হত্যার বিচার

আইন আদালত কালিহাতী ফিচার রাজনীতি

কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক শহীদ শফি সিদ্দিকীর হত্যার বিচার ২৮ বছরেও শেষ হয়নি। হত্যার বিচার না হওয়ায় ২৮তম শাহাদৎ বার্ষিকীতে অত্যন্ত দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ও এলাকাবাসী।

 

 

রবিবার, ১০ সেপ্টেম্বর সাবেক তুখোড় ছাত্রনেতা শহীদ শফি সিদ্দিকীর ২৮তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে কালিহাতীতে শহীদের কবরে অর্পণ শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মীরা ও এলাকাবাসী। স্থানীয় মাদ্রাসা মাঠে শহীদ শফি সিদ্দিকী স্মৃতি সংসদ ও এলাকাবাসীর আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। পরে দুঃস্থদের মাঝে তবারক বিতরণ করা হয়।

 

 

শহীদ শফি সিদ্দিকীর বড় ভাই রকিবুল হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে স্মরণ সভাটি সঞ্চালনা করেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান তালুকদার।

 

 

স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, এফবিসিসিআই এর পরিচালক আওয়ামী লীগ নেতা আবু নাসের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী পৌরসভার মেয়র নূরন্নবী সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, বাংড়া ইউপির চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম আহ্বায়ক তুহিন, আওয়ামী লীগ নেতা হযরত আলী তালুকদার, আব্দুল কাদের প্রমুখ।

সরকারের কাছে দ্রুত বিচার দাবি করে শফি সিদ্দিকীর পরিবারের সদস্যরা এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন হত্যার সুষ্ঠু বিচার হলেই কেবল শফি সিদ্দিকীর আত্মা শান্তি পাবে। আশা করছি হত্যার সঠিক বিচার পাব।

উল্লেখ্য, তৎকালীন সময়ের জেলার তুখোড় ছাত্রনেতা ও সুবক্তা শফি সিদ্দিকীকে ১৯৯৫ সালের ১০ সেপ্টেম্বর কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের পাথালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে। ২৮ বছর পেরিয়ে গেলেও আজও হয়নি সে হত্যার বিচার। এতে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *