মির্জাপুরে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে কড়া গার্ড দেয়ায় শিক্ষকের ওপর হামলা

অপরাধ ফিচার মির্জাপুর শিক্ষা

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে এক শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক অভিভাবক তার ওপর হামলা করেন বলে জানা গেছে।

 

 

হামলার শিকার ওই কক্ষ পরিদর্শকের নাম মোঃ নাহিদ আফসার। তিনি উপজেলার কদিমধল্যা এলাকার ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

 

 

মোঃ নাহিদ আফসার জানান, আজ সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত মার্কেটিং বিষয়ের পরীক্ষা ছিল। তিনি তার দায়িত্ব পালন শেষে পরীক্ষার্থীদের খাতা কেন্দ্র কার্যালয়ে জমা করে সেখান থেকে বের হন। এ সময় তার সামনে মাস্ক পরা একজন পরীক্ষার্থী ও তার অভিভাবক এসে গতিরোধ করেন। ওই দুজন নাহিদ আফসারকে বলেন, ‘এত কড়া গার্ড দিলে ছেলেরা পাস করবে কীভাবে? নাম-পরিচয় জেনে গার্ড দেওয়া উচিত।’ এ সময় নাহিদ আফসার তাদের উদ্দেশে বলেন, ‘ভাই, কথাটা বুঝলাম না। আসেন অফিসে বসে কথা বলি।’ এ কথা বলা মাত্রই ওই দুজন তাকে চড়থাপ্পড় মেরে দ্রুত চলে যান।

 

 

খবর পেয়ে কেন্দ্রসচিব ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মন্দিরা চৌধুরী দ্রুত ঘটনাস্থলে যান। তিনি মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিনকে বিষয়টি জানান।

এ প্রসঙ্গে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন বলেন, এ ঘটনায় ওই শিক্ষক তার কাছে লিখিত অভিযোগ করেছেন। মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিমকে বিষয়টি জানানো হয়েছে। তিনি বিষয়টি তদন্ত করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *