নাগরপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের যমুনার ভাঙন পরিদর্শন

নাগরপুর পরিবেশ ফিচার

নাগরপুর প্রতিনিধি: নাগরপুরে যমুনা নদী ভাঙনকবলিত এলাকা ও আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।

 

 

মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর দুপুরে প্রথমে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন।

 

 

পরে বিভাগীয় কমিশনার নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের দেওআকুটিয়া আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন ও প্রকল্পে বসবাসকারী উপকারভোগীদের মাঝে খাদ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ করেন। এছাড়া বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম উপজেলার সলিমাবাদ, ধুবড়িয়া ও দপ্তিয়র ইউনিয়নে যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে সলিমাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

 

 

এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কায়ছারুল ইসলাম, স্থানীয় সরকার ঢাকা বিভাগের উপ-পরিচালক কেএম আল-আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবুল হাশেম, টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দীলিপ কুমার সাহা, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, পল্লী বিদ্যুৎ সমিতির নাগরপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ মেশবাহুল হক, ইউপি চেয়ারম্যান শাহীদুল ইসলাম অপু, শেখ শামছুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বকরসহ স্থানীয় জনপ্রতিনিধি, কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *