নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল স্টেডিয়াম সংলগ্ন পুকুর পাড় থেকে অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে। সোমবার, ৪ সেপ্টেম্বর দুপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট খায়রুল ইসলাম।
টাঙ্গাইল স্টেডিয়ামের প্রধান ফটক সংলগ্ন শেখ কামাল ম্যুরালের স্থান থেকে প্রথমে অবৈধ ট্রাক অপসারণ করার পর পুকুর পাড় সংলগ্ন লাইন করে দাঁড়িয়ে থাকা প্রায় ১০টি ট্রাক ও পিকাপ ৩০ মিনিটের মধ্যে উচ্ছেদ করা হয়। উচ্ছেদ করা হয় রাস্তা দখল করে দুটি সাইকেল রিকসা মেরামতের দোকান ও ৩টি মনিহারী দোকান। এছাড়া ট্রাক ও পিকাপ শ্রমিকদের বসার পাকা ঘরটি উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনার সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু এবং কার্যকরী কমিটির সদস্য আব্দুল খালেক শিপন ও এরফানুল খান আজমীর উপস্থিত ছিলেন।
উচ্ছেদ অভিযান পরিচালনা করার সময় সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট খায়রুল ইসলাম বলেন, টাঙ্গাইল স্টেডিয়ামের মূল ফটকের সামনে রয়েছে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ম্যুরাল। পাশে পার্ক বাজারের প্রবেশ পথ। এখান অবৈধভাবে ট্রাক-পিকাপ দাঁড় করিয়ে রেখে যানজটের সৃষ্টি এবং পরিবেশ নষ্ট করা যাবে না।