টাঙ্গাইলে আইনজীবীর সহকারি নারীর লাশ উদ্ধার: স্বামী পলাতক

অপরাধ আইন আদালত টাঙ্গাইল সদর ফিচার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়া বটতলা এলাকার একটি ভবন থেকে খাদিজা বেগম নামে এক আইনজীবীর সহকারি নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার স্বামী রাশেদুল ইসলাম পলাতক রয়েছেন।

 

 

রবিবার, ৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে হেলাল মিয়ার ছয়তলা বাসার তৃতীয় তলা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত খাদিজা কালিহাতী উপজেলার দূর্গাপুরের নুরুল হকের মেয়ে।

 

 

 

পাশের কক্ষের নার্গিস বেগম বলেন, নিহত খাদেজা বেগম ও তার স্বামী রাশেদুল ইসলাম এখানে ভাড়া থাকতেন। সর্বশেষ গত বৃহস্পতিবার খাদিজার সাথে কথা বলে আমি গ্রামের বাড়ি চলে যাই। বাসার প্রধান ফটক খোলা থাকায় বাসার মালিক আমাকে ফোন করে বিষয়টি জানতে চান। পরে আমি বাসার মালিক হেলাল মিয়াকে খাদিজা ও তার স্বামী এবং আরেক ভাড়াটিয়া নিপার সাথে যোগাযোগ করতে বলি।

 

তিনি আরো বলেন, বাসার মালিক পরে খাদিজার কক্ষের সামনে গিয়ে তার লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে। তিনি জানান, কয়েক দিনযাবত তাদের সাথে পারিবারিক কলহ চলছিলো।

খাদিজা বেগমের ভাই ইমাম আলী বলেন, আমার বোনকে তার আগের স্বামীর কাছ থেকে প্রায় পাঁচ বছর আগে বিচ্ছেদ করানো হয়েছে। সে কিছুদিনযাবত টাঙ্গাইল আদালত প্রাঙ্গণে আইনজীবীর সহকারি হিসেবে কাজ করতো। কোন ছেলের সাথে বিয়ে বা সম্পর্ক হয়েছিলো কিনা, সেটি আমার জানা নেই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া জানান, খবর পাওয়ার পর খাদিজার লাশটি উদ্ধার করা হয়েছে। তার পায়ের দুই রগ কাটা। এছাড়াও তার মুখে কাপড় পেঁচানো এবং বালিশের চাপ দেয়া ছিলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *