সদর উপজেলার করটিয়াতে জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভা অনুষ্ঠিত

টাঙ্গাইল সদর ফিচার রাজনীতি

নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভার আয়োজন করে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ। বুধবার, ৩০ আগস্ট সন্ধ্যায় করটিয়ার সা’দত বাজার মসজিদ রোডে এ শোক সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের এমপি)। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল -৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ ছানোয়ার হোসেন।

 

শোক সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মাজেদুল আলম নাঈমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহিম আনছারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান আনছারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনু প্রমুখ।

 

অন্যান্যদের মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মমিন হোসেন খান পাপন, মোঃ আকবর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী দোয়েল, ছিলিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেক হোসেন, করটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সিকদার, আওয়ামী যুবলীগের সভাপতি এমদাদুল হক এনামুল উপস্থিত ছিলেন।

এ সময় করটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা শোকসভায় অংশ নেন। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে সকল শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *