নাগরপুর প্রতিনিধি: নাগরপুরে উপজেলায় অসহায় দুঃস্থ ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার, ২৯ আগষ্ট সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, সাবেক চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মনি, পাকুটিয়া ইউপি বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আবু বকর, নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ জাহিদ হাসানসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।