নিজস্ব প্রতিবেদক: তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণ বিধান বাস্তবায়ন ও তামাক কোম্পানির আগ্রাসন নিয়ন্ত্রণে সাংবাদিকদের করণীয় বিষয়ে টাঙ্গাইলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ২৭ আগস্ট বিকেলে টাঙ্গাইল ল’ কলেজে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে তামাক বিষয় বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন টাঙ্গাইল নাটাবের সভাপতি বিশিষ্ট আইনজীবী খান মোহাম্মদ খালেদ, নাটাবের টোবাকো কন্টোল প্রজেক্টের প্রজেষ্ট ম্যানেজার ফিরোজ আহমেদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী পরিচালক ডা. শম্ভুনাথ চক্রবর্তীসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক এবং নাটাবের অন্যন্য সদস্যরা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, তামাক নিয়ন্ত্রণে আমরা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি। টাঙ্গাইলে বিভিন্ন সময় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। তবুও অনেকেই কৌশলে তামাকের বিজ্ঞাপন চালিয়ে যাচ্ছে। তামাকের ধোঁয়ায় সাত হাজারের বেশি ক্ষতিকর রাসায়নিক রয়েছে, যা শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি করে। এদের মধ্যে প্রায় ৭০টি ক্ষতিকর রাসায়নিক মানবদেহে ক্যান্সার সৃষ্টি করে।
বক্তারা আরো বলেন, তামাক হচ্ছে প্রাণঘাতী নেশাদ্রব্য ও মাদক সেবনের প্রবেশপথ। তামাক চাষ, প্রক্রিয়াজাতকরণ ও সেবন- প্রতিটি ধাপই জনস্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতির মারাত্মক ক্ষতি করে। সুতরাং সর্বাবস্থায় তামাক থেকে সবাইকে দূরে থাকতে হবে। এজন্য সবার মধ্যে সচেতনতা সৃষ্টির ব্যাপারে সকলের ভূমিকা পালন করতে হবে।