সময় তরঙ্গ ডেস্ক : সাকিব কবে দেশে ফিরে অনুশীলনে যোগ দেবেন? কোটি টাকা মূল্যের প্রশ্ন । যে প্রশ্নের উত্তর আসলে কারোরই জানা ছিল না ।বিসিবির একজন কর্তাও দায়িত্ব নিয়ে নিশ্চিত করে বলতে পারেননি যে, সাকিব অমুক দিন আসবেন । তবে বিসিবির দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছিল যে, ২১ আগস্ট পর্যন্ত ছুটি আছে বাংলাদেশ অধিনায়কের ।
শ্রীলঙ্কার এলপিএল খেলতে ২১ আগস্ট পর্যন্ত এনওসি বা ছাড়পত্র নিয়ে গেছেন চ্যাম্পিয়ন অলরাউন্ডার । শেষ খবর, ওই এনওসির শর্ত মেনেই আজ পড়ন্ত বিকেলে দেশে ফিরেছেন সাকিব । সোমবার বিকেল সাড়ে ৫টার কয়েক মিনিট পর এমিরেটসের ফ্লাইটে দুবাই হয়ে রাজধানী ঢাকা পৌঁছেছেন সাকিব ।
তার আগে তিনি আর মোহাম্মদ আশরাফুল দুবাইতে একটি সোনার দোকানের উদ্বোধন করেন । সে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ।
এদিকে সোমবার বিকেলে খুব চুপিসারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়িতে বাসায় চলে গেছেন সাকিব । মিডিয়ার মুখোমুখি হননি । প্রচারমাধ্যমের সঙ্গে কোনো কথা বলার সুযোগও দেননি । সবার অগোচরে বিমানবন্দর ত্যাগ করেছেন ।
এদিকে একটানা চারদিন( মাঝে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বন্ধ ছিল) ক্লোজডোরে এগিয়ে চলা টিম বাংলাদেশের প্র্যাকটিস দুদিন বিরতি ছিল। শুক্র ও শনিবার ছুটির পর ২০ আগস্ট থেকে আবার টানা তিনদিন অনুশীলন শুরু হয়েছে, যার দ্বিতীয় দিন ছিল আজ ।
সোমবার ছিল জাতীয় দলের ঐচ্ছিক অনুশীলন । কাল মঙ্গলবারও চলবে অনুশীলন । আগামী পরশু ২৩ আগস্ট প্র্যাকটিস বিরতি । সাকিব কি কাল ২২ আগস্টই অনুশীলনে যোগ দেবেন? নাকি দুদিন বিশ্রাম নিয়ে ২৪ ও ২৫ প্র্যাকটিস করে জাতীয় দলের সঙ্গে এশিয়া কাপ খেলতে কলম্বো যাবেন, সেটাই দেখার বিষয় ।