মোঃ আফতাব উদ্দিনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ আফতাব উদ্দিনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাতীয় টাঙ্গাইল টাঙ্গাইল সদর ফিচার

নিজস্ব প্রতিবেদক: ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক, দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসানের পিতা, জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক মোঃ আফতাব উদ্দিনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার, ১৯ আগস্ট সকালে টাঙ্গাইল সদর উপজেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাঘিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মতিউর রহমান মন্টু। আলোচনা সভার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক, দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল রাইজিংবিডির প্রকাশক এবং আফতাব উদ্দিন ফাউন্ডেশনের ট্রাস্টি এস এম জাহিদ হাসান। প্রধান আলোচক ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক আফতাব উদ্দিনের ছাত্র সাবেক সচিব আজহার আলী তালুকদার।

 

ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাক্তন প্রধান শিক্ষক, আফতাব উদ্দিনের ছাত্র সাবেক জেলা ডিআরও সিদ্দিক হোসেন, ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল এন্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মালেক, সাবেক ব্যাংক কর্মকর্তা আবুল আহসান ও আবু হানিফ, আহম্মদ আলী মাস্টার, অধ্যক্ষ আব্দুল হাই, সাবেক শিক্ষক আমজাদ হোসেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধান শিক্ষক আফতাব উদ্দিন সুযোগ্য শিক্ষক ছিলেন। শিক্ষক আফতাব উদ্দিনের শিক্ষায় অনেকেই বড় মানুষ হয়েছে। তার মধ্যে ব্যক্তিত্ববোধ ছিলো। তিনি ফিলোসফার হেডমাস্টার ছিলেন। এমন শিক্ষক আমাদের দেশে খুব কমই আছে। তিনি আমাদের রোল মডেল।

ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা আরও বলেন, স্কুল প্রতিষ্ঠার পর সব শিক্ষকই প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের জন্য কাজ করেছেন। তার মধ্যে কেউ কেউ পথ দেখিয়েছেন। তাদের মধ্যে একজন আফতাব উদ্দিন স্যার। তাকে দেখলে শ্রদ্ধাও যেমন আসতো আবার ভয়ও কাজ করতো।

আফতাব উদ্দিন স্যারের কাছে যে ভালবাসা পেয়েছি সেটি শুধু পিতা তার সন্তানকে দেয়। তার কাছ থেকে মায়ের প্রতি ভালবাসা ও দেশপ্রেম সম্পর্ক জানতে পেরেছি। লেখাপড়ার পাশাপাশি তিনি খেলাধুলায়ও উৎসাহ দিতেন। শিক্ষার পাশাপাশি ধর্মীয় বিষয়েও আমাদের অনুপ্রাণিত করতেন। তার মুখ এখনো আমাদের অন্তরে ভেসে উঠে। স্যার সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শেষে মোঃ আফতাব উদ্দিনের আত্মার মাগফেরাত কামনাসহ তার পরিবারের সকলের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়াও টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর এলাকায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য, মোঃ আফতাব উদ্দিন ১৯৫৯ সালের ১ জানুয়ারি থেকে ১৯৬১ সালের ৩১ ডিসেম্বর পযন্ত তিন বছর টাঙ্গাইল সদর উপজেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধরেরবাড়ী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ৪৩ বছর বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। ১৯৯৪ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। টাঙ্গাইল জেলা শিক্ষক সমিতির দুই বছর সভাপতির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও নাগরপুর মাধ্যমিক শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি ১৯৯৭ সালের ২১ আগস্ট মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *