গোপালপুর প্রতিনিধি: গোপালপুর উপজেলা বিএনপি দলের ভাইস চেয়ারম্যান এবং সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুকে আদালত প্যারোলে মুক্তি দিলেও সরকার তাকে মায়ের জানাজায় উপস্থিত হতে না দেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা বিএনপি পৌর শহরের কাজীবাড়ী মহল্লার মেহগনি বাগানে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে।
গোপালপুর উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি এর আয়োজক ছিল। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম। সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সম্পাদক কাজী লিয়াকত, যুগ্ম সম্পাদক আবু ঈসা মুনিম, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম লেলিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার হেলাল উদ্দীন প্রমুখ।
লিখিত অভিযোগে জানানো হয়, শনিবার রাতে সালাম পিন্টুর মা মোছাঃ সালমা বেগম (৯৫) ঢাকার একটি ক্লিনিকে ইন্তেকাল করেন। রোববার বিকালে উপজেলার হেমনগর ইউনিয়নের গুলিপেচা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে রবিবার সকালে পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে মায়ের জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম পিন্টুকে প্যারোলে মুক্তি দেওয়ার কথা জানান। আব্দুস সালাম পিন্টু মায়ের জানাজায় উপস্থিত থাকবেন খবরে টাঙ্গাইল ছাড়াও আশপাশের কয়েক জেলার বিএনপি নেতাকর্মীরা গুলিপেচা মাঠে হাজির হন। জোহরের নামাজের পর জানাজার কথা থাকলেও অনেক অপেক্ষার পর বিকাল ৫টায় আব্দুস সালাম পিন্টুর অনুপস্থিতিতেই জানাজা হয়।
আব্দুস সালাম পিন্টুর ছোট ভাই এবং যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বক্তারা আরও অভিযোগ করেন, সরকার এক্ষেত্রে হৃদয়হীন নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে