ভূঞাপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবার পেল খাদ্য উপহার

ভূঞাপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবার পেল খাদ্য উপহার

ফিচার ভূঞাপুর

ভূঞাপুর প্রতিনিধি: জাতীয় শোক দিবস উপলক্ষে ভূঞাপুরে অসহায় ও দুস্থ ৭০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) দিনব্যাপী উপজেলার গাবসারা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে জুংগীপুর রুলীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে গাবসারা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী খন্দকার মশিউজ্জামান রোমেলের নিজস্ব অর্থায়নে গাবসারা ও অর্জুনায় খাদ্য সামগ্রী ও উপহার প্রদান করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল এবং ১ কেজি লবণ।

এর আগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় গাবসারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার খন্দকার বাছেদের সভাপতিত্বে ও গাবাসারা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী খন্দকার মশিউজ্জামান রোমেল। প্রধান আলোচক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক।

উপহার পেয়ে দিনমজুর আহসান আলী বলেন, শোক দিবসে এর আগে কখনও আমরা চরাঞ্চলের মানুষ এ খাদ্য সামগ্রী উপহার পাইনি। উপহার পেয়ে খুশি হয়েছি।

খাদিজা বেগম খাদ্য সামগ্রী উপহার পেয়ে বলেন, চারদিকে নদীর থৈ থৈ পানি। কোথাও যাওয়ার জায়গা নেই। এই সময়ে এসব পেয়ে অনেক উপকার হলো। রোমেল এবার আমাদের এমপি হোক, দোয়া করি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ইবরাহীম খাঁ সরকারি কলেজের সাবেক জি. এস সুরুজ্জামান সরুজ, হেমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদ উন-নবী, আওয়ামী লীগ নেতা লিটন মিয়া, ওয়াহেদুজ্জামান পশাশ, ছাত্রলীগ নেতা ফরিদুজ্জামান রাসেল, অর্জুনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোফাজ্জল হোসেন সরকার, যুবলীগ নেতা মুক্তার হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *