টাঙ্গাইলে জাল দলিল করে জমি ক্রয়

টাঙ্গাইলে জাল দলিল করে জমি ক্রয়-বিক্রয়: ৪ চিকিৎসকসহ ১০জন কারাগারে

অপরাধ আইন আদালত টাঙ্গাইল টাঙ্গাইল সদর ফিচার

নিজস্ব প্রতিবেদক: জাল কাগজপত্র তৈরি করে জমি বেচাকেনার দায়ে টাঙ্গাইলে চার চিকিৎসকসহ ১০জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার, ৯ আগস্ট বিকেলে টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীন এ আদেশ দেন।

 

কারাগারে যাওয়া চিকিৎসকরা হলেন টাঙ্গাইল জেলা বিএমএর সাধারণ সম্পাদক ও সিলেট মেডিকেল কলেজের অধ্যাপক ডা. শহিদুল্লাহ কায়সার, তার স্ত্রী ডা. আসমা আক্তার, টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার আজিজুল হক ও গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তাপস চন্দ্র সাহা।

 

কারাগারে পাঠানো অন্যান্যরা হলেন ডা. তাপস চন্দ্র সাহার স্ত্রী মুক্তা রানী প্রামাণিক, মো. ওয়ারেস, আতোয়ার রহমান, মামুনুর রহমান, আব্দুল্লাহ আল মিলন ও সুলতানা ইয়াসমিন।

 

রাতে আদালতের পরিদর্শক তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, টাঙ্গাইল পৌর শহরের সাবালিয়া এলাকার ১০ শতাংশ জমি বিবাদীরা জাল পর্চা তৈরি করে বেচাকেনা করেছেন দাবি করে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন সাজ্জাত হোসেন নামের এক ব্যক্তি।

 

তিনি আরও জানান, বুধবার মামলার নির্ধারিত তারিখে বিবাদীরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *