সখীপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সখীপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ফিচার সখিপুর

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলায় দুটি স্থানে নানা কর্মসূচির মাধ্যমে পৃথক পৃথক ব‍্যানারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে। বুধবার, ৯ আগস্ট সকালে উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন এ উপলক্ষে বিভিন্ন সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রায় পাঁচ শতাধিক আদিবাসী নারী-পুরুষ অংশ নেয়।

 

উপজেলার ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের নির্বাচিত কমিটির চেয়ারম্যান আশীষ কুমার বর্মনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাবু বিকাশ চন্দ্র বর্মন, উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নরেশ চন্দ্র সরকার, পুজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণ চন্দ্র কর্মকার, উপজেলা কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত বি. কে. চৌধুরী, সখীপুর ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার কোচ প্রমুখ।

 

আলোচনা সভা শেষ দিনভর নৃত্য অনুষ্ঠান করেন আদিবাসী নৃত্যগোষ্ঠী। অপরদিকে একই সময়ে ট্রাইবাল ওয়েলফেয়ার গত নির্বাচনে পরাজিতরা মানিক চন্দ্র বর্মন ও নির্মল চন্দ্র কোচের নেতৃত্বে স্থানীয় ডাকবাংলা চত্বরে এ দিবস পালন করে। মানিক চন্দ্র বর্মনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার কোচ বলেন, আমরা সাংগঠনিকভাবে দিবসটি পালন করেছি। শুনেছি পৃথকভাবে আরো একটি পক্ষ এ কর্মসূচি পালন করেছে। উল্লেখ্য, অপ্রীতিকর ঘটনা এড়াতে দুই অনুষ্ঠানেই পুলিশ মোতায়েন ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *