মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল ৯.৩০ মিনিটে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মির্জাপুর উপজেলাসহ সারাদেশের ১২৩টি উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন।
মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্স অনুষ্ঠান সরাসরি দেখার আয়োজন করা হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিকতা শেষে উপজেলার ৬৪জন ভূমি ও গৃহহীন উপকারভোগী পরিবারের হাতে ঘরসহ জমির দলিল হস্তান্তর করেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।
এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক শামীম আরা রিমি, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, সহকারী কমিশনার (ভূমি) সুচি রানী সাহা প্রমুখ।
মির্জাপুরের সহকারী কমিশনার (ভূমি) সুচি রানী সাহা জানান, চতুর্থ ধাপের ৬৪টি পরিবারসহ এ উপজেলায় মোট ৪১৯ ভূমি ও গৃহহীন পরিবারকে ঘরসহ জমি হস্তান্তর করা হয়েছে।