
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় ও টাঙ্গাইল প্রেসক্লাবের তিনটি মিলনায়তনের তিনটি সাউন্ড সিস্টেমের উদ্বোধন করেছেন সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। ৫ আগস্ট, শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের কনভেনশন সেন্টারে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস. এম সিরাজুল হক আলমগীর, দেলদুয়ার উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।
এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীক, সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীর বিক্রম, নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেনসহ টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং নাগরপুর ও দেলদুয়ার উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।