মধুপুর প্রতিনিধি: মধুপুর বনাঞ্চল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির হাত-পাবিহীন মরদেহ পুলিশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার, ৩ আগস্ট দুপুরে বেরীবাইদ ইউনিয়নের পঁচারচনা এলাকার গজারি বন থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
উপজেলার বেরীবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জুলহাসউদ্দিন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এক কিশোর রাখাল পঁচারচনা গজারি বনে গরু চরাতে যায়। সে বনের এক জায়গায় অনেক মাছি ভনভন করতে দেখে। সেখানে এগিয়ে যেতেই মৃতদেহের অংশবিশেষ দেখতে পায়। সে স্থানীয় লোকজনকে জানালে, তারা পরে পুলিশে খবর দেন।
মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম জানান, পঁচারচনা বন থেকে উদ্ধার হওয়া মৃতদেহটিতে পচন ধরেছে। দেহ থেকে মাংসহীন বিচ্ছিন্ন মাথার খুলি কয়েক হাত দূরে পড়ে ছিল। তবে হাত-পায়ের সন্ধান বিকেল পর্যন্ত পাওয়া যায়নি বলে জানা গেছে।
পুলিশের ধারণা, বেশ কিছুদিন আগে দুর্বৃত্তরা এই মরদেহটি ফেলে রেখে গেছে। হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ শিয়াল-কুকুরে খেয়ে ফেলেছে। এই অজ্ঞাতনামা পুরুষ মৃতদেহের পরনে কালো জিন্সের প্যান্ট ও কালো গেঞ্জি ছিল। এছাড়া, এ মৃতদেহের পাশে একটি স্যান্ডেল পাওয়া গেছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল আমিন জানান, বনে উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে। সেখানে ময়নাতদন্ত শেষে ডিএনএ পরীক্ষার নমুনাও রাখা হবে।