নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে কৃতী ছাত্র-ছাত্রীদের উৎসাহ ও প্রণোদনা প্রদান করতে এগিয়ে এলেন নারীনেত্রী সেলিনা বেগম। শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শিবনাথ উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের জন্য ৩ আগস্ট, বৃহস্পতিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেলিনা বেগম কল্যাণ ট্রাস্টের সভাপতি নারীনেত্রী ও মানবাধিকার কর্মী সেলিনা বেগম ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নিজ অর্থায়নে কৃতী ছাত্র-ছাত্রীদের উৎসাহ ও আর্থিক প্রণোদনা প্রদান করেন।
টাঙ্গাইল শিবনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটির টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ রাশেদ খান মেনন (রাসেল)
স্কুল পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোঃ আফজাল হোসাইন, রাশেদা বেগম, মোঃ জয়নাল আবেদিন, সরকারি শিশু পরিবার বালিকার ট্রেড ইনস্ট্রাক্টর রুনা লায়লা, স্কুলের সহকারী প্রধান শিক্ষক বাসুদেব দে, সহকারি শিক্ষক সাজেদা খাতুন, মোঃ শরীফউদ্দিন প্রমুখ। এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন পর্যায়ের সুধীজন, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীগণ।