৪ রঙের পোশাক পরলে বেশি কামড়ায় মশা!

৪ রঙের পোশাক পরলে বেশি কামড়ায় মশা!

ফিচার লাইফ স্টাইল স্বাস্থ্য

সময়তরঙ্গ ডেস্ক: ৪ রঙের পোশাক পরলে বেশি কামড়ায় মশা! দেশজুড়ে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু থেকে রক্ষা পেতে মানুষ বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। তবে আপনি জানলে অবাক হবেন, মশা কাকে বেশি আক্রমণ করবে তার অনেকটাই নির্ভর করে আপনি কোন রঙের পোশাক পরেছেন তার উপর।

 

সাম্প্রতিক এক গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। বিজ্ঞান বিষয়ক পত্রিকা নেচার কমিউনিকেশনে প্রকাশিত গবেষণাপত্রে এ তথ্য জানানো হয়। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই তথ্য জানিয়েছেন ।

 

এডিস মশা প্রথমে আকৃষ্ট হয় মানুষের দেহ থেকে নিঃসৃত হওয়া কার্বন ডাই অক্সাইডে । এরপর যে উৎস থেকে ওই কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে ও তার রঙের উপর ভিত্তি করে আক্রমণ করে মশা।

 

গবেষকরা জানান, লাল, কমলা, কালো ও সায়ান রঙের প্রতি বেশি আকৃষ্ট হয় মশা । পাশাপাশি সবুজ, বেগুনি, নীল ও সাদা রং দেখলে দূরে পালায় মশা । অর্থাৎ এসব রং একেবারেই পছন্দ করে না মশা।

 

এর আগে বিজ্ঞানীদের ধারণা ছিল, মূলত তিনটি বিষয়ের উপর ভিত্তি করে আক্রমণ করে মশা। নিশ্বাস থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড, ঘাম ও দেহের উষ্ণতা । তবে এই তালিকায় এবার চতুর্থ বিষয়টি যুক্ত হলো।

প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, গাঢ় লাল না হলেও ত্বকের লাল রঞ্জক পদার্থে আকৃষ্ট হয় মশা । অবশ্য ভালো খবর হচ্ছে এমন কিছু রংও আছে যা দেখলে মশা দূরে পালায় । এই লিস্টে আছে- সাদা, সবুজ, বেগুনি ও নীল । এসব রং একেবারেই পছন্দ করে না মশা । তাই মশার কামড় থেকে বাঁচতে চাইলে এই রঙের পোশাক পরুন ।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *