বিএনপির অবস্থান কর্মসূচিতে বাধার প্রতিবাদে টাঙ্গাইলে জনসমাবেশ

টাঙ্গাইল টাঙ্গাইল সদর ফিচার রাজনীতি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা বিএনপি ২৯ জুলাই ঢাকার প্রবেশ পথে বিএনপি ঘোষিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে শহরে জনসমাবেশ করেছে।

সোমবার, ৩১ জুলাই দুপুরে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের বেপারীপাড়া এলাকায় পথসভার আয়োজন করে দলটির নেতারা। এর আগে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জনসমাবেশে সমবেত হয়।

জনসমাবেশে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আজগর আলী, শহর বিএনপির সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, জেলা মহিলাদলের সভাপতি নিলুফার ইয়াসমিন খান, জেলা কৃষকদলের সদস্য সচিব শামিমুর রহমান খান শামিম, জেলা যুবদলের সদস্য সচিব তৌহীদুল ইসলাম বাবু, জেলা ছাত্রদলের সভাপতি দুর্জয় হোড় শুভ প্রমুখ।

বক্তারা বলেন, শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে হবে। ঢাকায় ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী দ্বারা বাসে আগুন দিয়ে বিএনপির নামে মামলা দিয়েছে। কেন্দ্রীয় বিএনপির নেতা বাবু গায়েশ্বর চন্দ্র রায়, আমানুল্লাহ আমানসহ কেন্দ্রীয় নেতাদের উপর পুলিশ বাহিনীর হামলার তীব্র নিন্দা জানাই।

এছাড়া সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদল, ছাত্রদল, মহিলাদল, বিভিন্ন উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় জেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *