নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে অব্যাহতভাবে ডেঙ্গু রোগী বৃদ্ধি পাওয়ায় ‘ডেঙ্গু প্রতিরোধে আপনি সচেতন হোন, অপরকে সচেতন করুন’ এই শ্লোগানে শহরের নিরালা মোড় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
৩১ জুলাই সোমবার বিকালে ‘সম্মিলিত সামাজিক আন্দোলন, টাঙ্গাইল জেলা শাখা’র আয়োজনে ও ‘আদিফা মেমোরিয়াল ট্রাস্ট’-এর সহযোগিতায় এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় পথচারি, যানবাহনের চালক-যাত্রী, ব্যবসা প্রতিষ্ঠান, ভ্যানরিকশা চালক ও শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।এ উপলক্ষে আয়োজিত পথসভায় বক্তব্য প্রদান করেন সম্মিলিত সামাজিক আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ, শিশু প্রতিভা বিকাশ সংগঠনের সভাপতি আবুল কালাম সিদ্দিকী নিপু, নিরাপদ সড়ক চাই (নিসচা), টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ঝান্ডা চাকলাদার, টাঙ্গাইল সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফুন্নাহার লিপি।
সম্মিলিত সামাজিক আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভা শেষে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট এর সহ-সভাপতি সোহেল সোহরাওয়ার্দী, মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌস আরা ডায়না,
আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট শায়লা, টাঙ্গাইল শহর শাখার যুগ্ম আহ্বায়ক কাজী ইয়াসমিন, সম্মিলিত সামাজিক আন্দোলন, টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এনাদি হোসেন খান, অর্থ সম্পাদক মোঃ নাফিজুল ইসলাম রানা, টাঙ্গাইল পৌর ১৮নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম, বাংলাদেশ ইয়ুথ ক্লাব কেন্দ্রিয় কমিটির সহসাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম নির্ঝর, কম্পিউটার ইঞ্জিনিয়ার মোঃ সোলায়মান সুমন প্রমুখ।