নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার, ৩১ জুলাই জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি।
বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোটমনির, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী।
ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সায়ীদুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর।
জেলা শাখার আহবায়ক মোঃ আমির হামজা বেপারী সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী মৎস্যজীবী লীগের কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক, সহ-সভাপতি আতিকুল ইসলাম নান্নু, নাসরিন আক্তার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাজেদু রহমান, কেন্দ্রীয় সদস্য অধির চন্দ্র সরকার। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ ইসলাম মাতাব্বর।
সম্মেলন শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মোঃ আমিরুল ইসলামকে সভাপতি ও মোঃ সাজ্জাদ ইসলাম মাতাব্বরকে সাধারণ সম্পাদক করে টাঙ্গাইল জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের কমিটি ঘোষণা করেন। কমিটির সহ-সভাপতি হলেন মীর ইমরুল হাসান শিবলু, যুগ্ম সাধারণ সম্পাদক খান তাজুল আরেফিন (রাসেল), যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন। এছাড়া মোঃ আমির হামজা বেপারী জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন।