ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইলে এক দম্পতিকে ১০.০৫ গ্রাম হেরোইনসহ পুলিশ ঘাটাইল কলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। রবিবার, ৩০ জুলাই দুপুরে তাদেরকে টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করেছে বলে জানান ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন। এর আগে শনিবার দুপুরে গ্রেফতারকৃত দম্পতি হলো- পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারী উপজেলার চান্দশী পঞ্চিম পাড়ার কাজী রোড এলাকার মৃত আজহার আলীর ছেলে আনিছুর রহমান আনিছ (৩৮) ও আনিছের স্ত্রী মোছাঃ জান্নাত (৩৫)।
জানা যায়, গত ২৯ জুলাই পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারী উপজেলার চান্দশী পঞ্চিমপাড়া এলাকার দম্পতি আনিস ও জান্নাতকে ১০.৫ গ্রাম হেরোইনসহ আটক করে। পরে তাদেরকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, দীর্ঘদিন যাবৎ তারা টাঙ্গাইলে বাসা ভাড়া করে থাকতেন। প্রতিদিন টাঙ্গাইল থেকে ঘাটাইল যাতায়াত করেন। সকালে মাদক নিয়ে এসে সারাদিন বিক্রি করে রাতে আবার টাঙ্গাইল ফিরে যায়। ঘাটাইলের মিলন (৪০), যুবরাজ জুয়েল (৪২)সহ প্রায় ১০-১৫ জন মাদকসেবি তাদের কাছ থেকে হেরোইন কিনে তা বিক্রি করে আসছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন জানান, আনিস ও জান্নাত মাদক সম্রাট দম্পতি। এরা দীর্ঘদিন যাবত বাজার রোড, কলেজ রোডসহ বিভিন্ন জায়গায় মাদক বেচাকেনা করে আসছিলো। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ পাঁচ হাজার টাকা। এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।