নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আর্ন্তজাতিক দিবস পালন করা হয়েছে।
রবিবার, ৩০ জুলাই সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে মাদক বিরোধী বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সভাকক্ষে মিলিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ শরফ্দ্দুীন, জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমাড্যান্ট মোঃ ইব্রাহিম খলিল, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোদক।
জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাতসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং মাদক নিরাময় কেন্দ্রের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপর রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।