টাঙ্গাইল সদরে বেকারমুক্ত গ্রাম উন্নয়ন কর্মশালার উদ্বোধন

টাঙ্গাইল সদরে বেকারমুক্ত গ্রাম উন্নয়ন কর্মশালার উদ্বোধন

টাঙ্গাইল সদর ফিচার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সদরে স্বেচ্ছাসেবী সংগঠন যুবদের জন্য ফাউন্ডেশনের আয়োজনে শুরু হয়েছে বেকারমুক্ত গ্রাম উন্নয়ন কর্মশালা। শনিবার সকালে দাইন্যা ইউনিয়ন পরিষদের হল রুমে তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

কর্মশালা পরিচালক ও যুবদের জন্য ফাউন্ডেশনের সভাপতি মুঈদ হাসান তড়িৎ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী ও দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন প্রমুখ। উদ্বোধনী দিনে দাইন্যা ইউনিয়নের ৩০ জন যুবক কর্মশালায় অংশ নেন।

প্রধান অতিথি সংসদ সদস্য ছানোয়ার হোসেন বলেন, বেকারমুক্ত গ্রাম গড়তেই এই কর্মশালার আয়োজন। যুবরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ তৈরিতে যুবদের দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই।

কর্মশালা পরিচালক ও যুবদের জন্য ফাউন্ডেশনের সভাপতি মুঈদ হাসান তড়িৎ জানান, স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতায় টাঙ্গাইল সদরের ১২টি ইউনিয়নে ৩৫০জন যুবদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কর্মশালার আয়োজন করছে যুবদের জন্য ফাউন্ডেশন। তিন দিনব্যাপী কর্মশালায় ফ্রিল্যান্সিং, স্বল্প পুজিতে ব্যবসার পরিকল্পনা ও বাস্তবায়ন, গ্রাম উন্নয়নে যুবদের ভূমিকা ও রূপকল্প ২০৪১ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। আজ দাইন্যা ইউনিয়ন থেকে বেকারমুক্ত গ্রাম উন্নয়ন কর্মশালার যাত্রা শুরু হল।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যুবদের জন্য ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মির্জা তৌহিদুল ইসলাম, তরুণ উদ্যোক্তা আবইয়াজ সাইফ, রঙিন মাছের খামারের উদ্যোক্তা সামিউল ইসলাম, পোল্ট্রি খামার উদ্যোক্তা সাইফ খান, সৌখিন পাখি উদ্যোক্তা সামিউজ্জামান সামি প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *