নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় এবছর এসএসসি পরীক্ষার ফলাফলে টাঙ্গাইল জেলার সকল প্রতিষ্ঠানকে পেছনে ফেলে শীর্ষে স্থানে অবস্থান করেছে। শুক্রবার, ২৮ জুলাই সারাদেশে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
এবছর পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে ৩৬৬ জন। পরীক্ষায় পাশ করেছে ৩৬৫ জন। সমস্যার কারণে ১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারায় ১জন অকৃতকার্য হয়।
ফলাফলে জিপিএ ৫ পেয়েছে ২৯০ জন, এ গ্রেড পেয়েছে ৭৫ জন, মোট পাশের হার শতকরা ৯৯.৭৩ ভাগ। এ ফলাফল অনুযায়ী টাঙ্গাইল জেলার সকল প্রতিষ্ঠানকে পিছনে ফেলে সবার শীর্ষে অবস্থান করে নিয়েছেন পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়।
প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার কৃতি শিক্ষার্থীদের মিষ্টিমুখ করান। এসময় তিনি শিক্ষার্থীদের বলেন, তোমরা আজকে প্রমাণ করেছো তোমরা শুধু এই পুলিশ লাইনস্ আদর্শ স্কুলেই নয়, সারা জেলার মধ্যে সবচাইতে সেরা শিক্ষার্থী ছিলে। আজকের এই ফলাফলে আমার পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন জানাই। শিক্ষক এবং অভিভাবকসহ যারা এই সফলতার নেপথ্যে অবদান রেখেছেন সকলকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানাই।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আব্দুল্লাহ আল মামুন, সহকারী প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিনসহ প্রতিষ্ঠানের শিক্ষক, কৃতি শিক্ষার্থী এবং অভিভাবকরা।