মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে এবার শতভাগ জিপিএ-৫ পেয়ে পাশ করেছে শিক্ষার্থীরা। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় কলেজ থেকে ৪৭ পরীক্ষার্থী অংশ নেয়। তাদের সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
জিপিএ-৫ প্রাপ্তরা হলো- মাহতাব, কাব্য, তাসনিম, শাফিউন, নুর, সুমন, পবিত্র, নোমান, আবিদ, নাইম, অমি, সোয়াইব, হাসনাইন, অরিত্র, আজাদ, শাওন, ছাব্বির, শিমুল, ইসতিয়াক, আলম, সাইদ, আদনান, তাওসীফ, আব্দুল্লাহ, তাওহীদ, নুহাদ, সাদীদ, ইসলাম, রঞ্জন, লুবান, ফেরদৌস, আলমাস, সাকিব, রোদেল, তাজওয়ার, সাবিক, সাকলায়েন, ফারহান, রুদ্র, হৃতম, হোসাম, রিসাল, আফনান, সিদ্দিকী, নাহিয়ান, রাফসান ও প্রাপ্ত। সবাই বিজ্ঞান বিভাগের ছাত্র।
বরাবরের মতো এবারও মির্জাপুর ক্যাডেট কলেজ ফলাফলের ধারাবাহিকতা ধরে রেখেছে। এতে উচ্ছ্বসিত শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী ও অভিভাবকরা। গত বছরও ৫০ জন পরীক্ষার্থী এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিল।
ফলাফলে বিগত বছরগুলোর ধারাবাহিকতা বজায় রাখায় শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন কলেজের অধ্যক্ষ কর্নেল রিয়াজ আহমেদ চৌধুরী, উপাধাক্ষ্য মোঃ কামরুজ্জামান ও অ্যাডজুট্যান্ট মেজর আবু সালেহ মো. ইয়াহিয়া।
কলেজের অধ্যক্ষ কর্নেল রিয়াজ আহমেদ চৌধুরী জানান, কলেজে নিয়ম-শৃঙ্খলা, ছাত্রদের লেখাপড়ায় মনোনিবেশ, শিক্ষকদের প্রচেষ্টা ও অভিভাবকদের আন্তরিকতায় এ ফলাফল সম্ভব হয়েছে।