মধুপুরের বিএনপির সভাপতিসহ গ্রেফতার ৪

মধুপুরের বিএনপির সভাপতিসহ গ্রেফতার ৪

ফিচার মধুপুর

মধুপুর প্রতিনিধি: বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মধুপুর উপজেলা বিএনপির সভাপতিসহ চারজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছে জেলা বিএনপি। বুধবার, ২৬ জুলাই রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন, ঘাটাইল উপজেলা ছাত্রদলের সভাপতি নাসিরউদ্দিন, ধনবাড়ী উপজেলার মুসুদ্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান এবং কালিহাতী উপজেলার বিএনপির সদস্য সোনা মিয়া।

 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল বলেন, পুলিশ ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে জেলার বিভিন্নস্থানে এবং বাড়ি বাড়ি অভিযান চালিয়েছে। এ সময় মধুপুর উপজেলা বিএনপির সভাপতিসহ চারজনকে গ্রেফতার করা হয়। মহাসমাবেশ বানচাল করার জন্য পুলিশ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালায় যাতে কেউ সমাবেশে যোগ দিতে না পারে। এ ছাড়া সড়ক ও মহাসড়কে চেকপোস্ট বসিয়েও তল্লাশি করা হচ্ছে। এরপরও জেলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী সমাবেশে যোগদান করতে ঢাকায় গিয়েছে।

 

টাঙ্গাইল আদালত পরিদর্শক তানভীর আহমেদ জানান, জাকির হোসেনের বিরুদ্ধে ২০২২ সালের একটি নাশকতার মামলা ছিল। ওই মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ আদালতে পাঠিয়েছে। পরে মধুপুর-গোপালপুর আমলী আদালতের বিচারক বাদল কুমার চন্দ জাকির হোসেনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

ঘাটাইল থানার ওসি লোকমান হোসেন বলেন, কালিহাতী থানার একটি মামলায় ছাত্রদল নেতা নাসিরউদ্দিনকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সহকারি পুলিশ সুপার (মধুপুর সার্কেল) ফারজানা আফরোজ জেমি বলেন, আমি ছুটিতে রয়েছি, তাই এই বিষয়ে জানা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *