প্রবাসী জাহিদুলের ৪ দিনেও সন্ধান মেলেনি

প্রবাসী জাহিদুলের ৪ দিনেও সন্ধান মেলেনি: বিমানবন্দর থেকে নিখোঁজ

প্রবাস ফিচার সখিপুর

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলার নিখোঁজ সৌদি প্রবাসী জাহিদুল ইসলামের (২৫) নিখোঁজের চার দিন পার হলেও সন্ধান মেলেনি। জাহিদুল ছয় বছর প্রবাস করে গত ২৪ জুলাই ছুটিতে বাড়ি ফেরার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর নিখোঁজ হন।

 

 

পারিবারিক সূত্রে জানা গেছে, ওই দিন সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে ইমিগ্রেশন থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় ২৫ জুলাই জাহিদের চাচা এনামুল হক বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি করেন। বিমানবন্দর পুলিশ নিখোঁজ জাহিদের বিমানবন্দর থেকে বের হওয়ার ভিডিও ফুটেজ বারবার পর্যালোচনা করছেন বলে জাহিদের চাচা নিশ্চিত করেছেন।

 

জানা যায়, জাহিদুল ইসলাম সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের চতলবাইদ গ্রামের করটিয়াপাড়া এলাকার মৃত জালাল মিয়ার ছেলে। তার ছোট ভাই জাকির হোসেনও (২২) দুই বছর ধরে সৌদি প্রবাসে রয়েছেন। চার দিনেও জাহিদের খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার।

 

নিখোঁজ জাহিদুলের মা বেগম আক্তার বলেন, জাহিদুলের বয়স যখন পাঁচ বছর, তখন তার বাবা মারা যান। দুই ছেলেকে অনেক কষ্ট করে বড় করেছি। ছয় বছর আগে আমার ছেলে সৌদি আরব যায়। দেশে এসেই বিয়ে করার কথা ছিল তার। তার পছন্দের পাত্রীও দেখে রাখা হয়েছে। জাহিদুল কোনো প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন বলে তিনি অনুমান করেন।গাজীপুর ও রাজধানী ঢাকার সব হাসপাতালেও তারা খোঁজ নিয়েছেন বলে জানান।

 

জাহিদুলের চাচা এনামুল হক জানান, ওরা দুই ভাইয়ের দু’জনই সৌদি প্রবাসী। জাহিদ এয়ারপোর্টে এসেও ইমো অ্যাপসে ভয়েস রেকর্ড দিয়েছেন। বলেছেন, মাত্র ১০ মিনিট লাগবে। এরপরেই দেখা হবে। কিন্তু ২ নম্বর গেটের ঠিকানা দিলেও ১ নম্বর গেট দিয়ে বের হওয়ার তথ্য জানায় ভিডিও ফুটেজ সূত্র। ইমিগ্রেশন থেকে তার লাগেজ পাওয়া গেলেও সন্ধান মিলছে না জাহিদুলের।

বিমানবন্দর থানার এসআই আফতাব উদ্দিন জিডির তদন্ত করছেন। তিনি জানান, নিখোঁজ ওই ব্যক্তির মোবাইল নেই। তবু তাকে অনুসন্ধানে নানা কৌশল ব্যবহার করা হচ্ছে। সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে তা বের করার চেষ্টা চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *