সখীপুরে বড়চওনা ইউপিতে পুনরায় ভোট গণনার দাবীতে মানববন্ধন

সখীপুরে বড়চওনা ইউপিতে পুনরায় ভোট গণনার দাবীতে মানববন্ধন

ফিচার সখিপুর

সখীপুর প্রতিনিধি: সখীপুরে বড়চওনা ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে পুনরায় ভোট গণনার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকারের কর্মী সমর্থক এবং এলাকাবাসী। ২৬ জুলাই বুধবার ঢাকা-সাগরদীঘি সড়কের বড়চওনা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে অন্যদের মধ্যে পরাজিত চেয়ারম্যন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার, নজরুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মুজাহেরুল ইসলাম মুক্তা, কামরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

 

এ সময় পুনরায় ভোট গণনার দাবি জানিয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার বলেন, ভোটের দিন ৬টি ওয়ার্ডের ফলাফল সন্ধ্যা ৭টার মধ্যে ঘোষণা করলেও ১ নং কুতুবপুর, ২ নং শাপলা পাড়া এবং ৬ নং নামদারপুর কেন্দ্রের ফলাফল কোন কারন ছাড়াই কয়েক ঘন্টা বন্ধ রাখা হয়। ওই সময় ওই তিন কেন্দ্রের প্রিজাইটিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা মিলে আমার আনারস প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়। তাই আমার ও এলাকাবাসীর দাবী পুনরায় ভোট গণনা করা হোক। এ নিয়ে আমি আরবিটেশন বোর্ডে মামলা করেছি। আইনের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা ও সম্মান রয়েছে। আশাকরি বিষয়টি সঠিক তদন্ত হবে।

 

উল্লেখ্য, গত ১৭ই জুলাই সখীপুরের চারটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। তারমধ্যে বড়চওনা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ আজহারুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে ২১৪ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন এবং বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম সরকার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *