সখীপুরের বড়চওনা ইউপি নির্বাচনে জয়ের পর ‘বিদ্রোহী’ প্রার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

সখীপুরের বড়চওনা ইউপি নির্বাচনে জয়ের পর ‘বিদ্রোহী’ প্রার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

ফিচার রাজনীতি সখিপুর

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী আজহারুল ইসলামের বহিষ্কারাদেশ আওয়ামী লীগ প্রত্যাহার করে নিয়েছে। দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। নির্বাচনে বিজয়ী হওয়ার সাত দিন পর এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।

 

 

গতকাল সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ বহিষ্কারাদেশ প্রত্যাহারের এ খবর জানানো হয়। জানা যায়, বড়চওনা ইউপি নির্বাচনে ইউসুফ আলী ভূঁইয়া আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। দলীয় মনোনয়ন না পাওয়ায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজহারুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। এ কারণে তাকে গত ১২ জুলাই সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। ১৭ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে আজহারুল ইসলাম ৪ হাজার ৫৫০ ভোট পেয়ে বিজয়ী হন। নৌকা প্রতীক নিয়ে ১ হাজার ৪৪৭ ভোট পেয়ে চতুর্থ হন ইউসুফ আলী।

 

এরপর ২৩ জুলাই আজহারুল ইসলাম বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য আবেদন করলে ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম না করার শর্তে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

 

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজহারুল ইসলাম বলেন, এ জন্য বড়চওনা ইউনিয়নবাসীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইউনিয়নবাসী আমাকে ভোট না দিলে আমি হয়তো আর দলে ফিরে যেতে পারতাম না। তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *