মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরের কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৪ জুলাই সকালে কুমুদিনী ক্যাম্পাসের বি. পি পতি হলে এই ওরিয়েন্টেশনের আয়োজন করেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক রোকেয়া পদকপ্রাপ্ত শ্রীমতি সাহা। কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃব্য রাখেন ডা. প্রদীপ কুমার রায়, ডা. রঞ্জন কুমার, নবাগত ছাত্রী সায়মা পারভীন, তায়েবা সুচি প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ নবাগত ছাত্রীদের ফুল দিয়ে স্বাগত জানান। এরপর শপথবাক্য পাঠ করান কলেজের শিক্ষক ডা. নিরঞ্জন বসাক। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তৃতীয় বর্ষের ছাত্রী মোসকান ও তাসমিন।
চলতি বছর কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে (২০২২-২০২৩ সেশন) ১২০ জন ছাত্রী ভর্তি হয়েছে। এর মধ্যে ৫৪ জন বিদেশী শিক্ষার্থী।