denggu-tangail

টাঙ্গাইলে ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে নতুন ২৭ জন রোগী শনাক্ত

টাঙ্গাইল টাঙ্গাইল সদর ফিচার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলায় ডেঙ্গুর সংক্রমণ বেড়েই চলছে। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। শহর থেকে গ্রাম সবর্ত্রই ছড়িয়ে পরছে এডিস মশা আর রোগীর সংখ্যা বাড়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্কও বাড়ছে।

 

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোঃ মিনহাজ উদ্দিন মিয়া জানিয়েছেন, জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ২৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। চলতি বছরের জানুয়ারী মাস হতে আজ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে ২০৫ জন। আর এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫৩ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫২ জন রোগী।

 

নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৮ জন, নাগরপুর উপজেলায় ২ জন, মির্জাপুর উপজেলায় ৫জন, দেলদুয়ার উপজেলায় ১ জন, গোপালপুর উপজেলায় ১জন রয়েছেন।

 

এছাড়া, জানা গেছে জেলার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হওয়া অনেক রোগীর তথ্য সরকারি হিসাবে যোগ হয় না। এতে প্রতিদিন আক্রান্তের সংখ্যা আরো বেশি হতে পারে বলে আশংকা করা হচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে জেলায় কার্যকরি পদক্ষেপ গ্রহণের দাবী করেছেন সদর হাসপাতালে ভর্তি আক্রান্ত রোগীর স্বজনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *