ঘাটাইলে বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অনশন

ঘাটাইলে বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অনশন

ঘাটাইল ফিচার

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বগাঁ গ্রামে প্রবাসীর বাড়িতে পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার এক তরুণী বিয়ের দাবিতে দুইদিন যাবৎ অনশন করছেন। তাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছেলের পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে রাস্তায় ফেলে দেয়। এ বিষয়ে ঘাটাইল থানায় লিখিত অভিযোগ করেছেন ওই তরুণী।

 

লিখিত অভিযোগ, এলাকাবাসী ও তরুণীর বোন জামাই সোলায়মান জানান, ঘাটাইল উপজেলা সংগ্রামপুর ইউনিয়নের জয়নাল আবেদীনের ছেলে মোস্তফা (২৮) ৩ বছর আগে চাকরী নিয়ে সৌদি যান। পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার ডুবাইল গ্রামের আটাপাড়া গ্রামের এক তরুণীর মোবাইলে ফেসবুকে সম্পর্ক হয়। দীর্ঘদিন তাদের সাথে মন দেয়া নেয়া চলে। এরই মধ্যে ওই তরুণীর গোপালপুর উপজেলার চনপাড়া গ্রামে বিয়ে হয়ে গেলে প্রবাসী মোস্তফা ফুসলিয়ে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে। চলতি মাসের ১২ জুলাই প্রবাসী মোস্তফা দেশে আসেন।

 

প্রবাসী মোস্তফা গত ১৩ ও ১৫ জুলাই তরুণীর বাড়িতে যান। সেখানে তাদের সাথে দৈহিক সম্পর্ক হয়। গত শুক্রবার, ২১ জুলাই ওই তরুণীকে না জানিয়ে বিয়ে করতে গেলে পরে জেনে ফেলে ছেলের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করে। এতে করে ছেলের পরিবার বিষয়টি না মেনে তাকে শারীরিক নির্যাতন করে বিভিন্ন জায়গায় জখম করে রাস্তায় বের করে দেন। পার্শ্ববর্তী আবুলের মোড়ে দুইদিন যাবৎ বিয়ের দাবিতে অনশন করছেন।

 

সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাবু বিয়ের দাবিতে অনশনের বিষয়ে জানান, শুনেছি থানায় অভিযোগ দিয়েছে। যদি মেয়ের কোন ক্ষতি করে থাকে তাহলে তাকে অবশ্যই বিয়ে করতে হবে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন জানান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *