নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বিভিন্ন বয়সের নারীদের স্তন ও জরায়ু ক্যান্সার স্ক্রিনিং প্রোগামের আওতায় বিনামূল্যে মেডিকেল চেকআপ ও চিকিৎসা প্রদান করা হয়েছে।
শনিবার, ২২ জুলাই টাঙ্গাইল রাইফেল ক্লাব মিলনায়তনে সেলিমা ইনস্টিটিউট ফর ক্যান্সার ইমিউনোথেরাপি ও সেল থেরাপি বায়োমেড মলিকুলার ডায়াগনস্টিকস দিনব্যাপী এ চিকিৎসা সেবার আয়োজন করে। ক্যাম্পের উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
টাঙ্গাইলের সিভিল ডা. মোঃ মিনহাজ উদ্দিন মিয়ার সভপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সংসদ সদস্য খন্দকার মমতা হেনা লাভলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডা. তাসনিম আরা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএমএ সভাপতি ডা. মোঃ ইবনে সাঈদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।
প্রফেসর ডা. তাসনিম আরা’র নেতৃত্বে ছয়জন ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন। টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চলের পাঁচ শতাধিক নারীকে ফ্রি মেডিকেল চেকআপ ও চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়াও স্তন ও জরায়ু ক্যান্সার প্রতিরোধে নারীদের জন্য সচেতনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।