কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলার কালিহাতী নার্সিং ইনস্টিটিউটের ১০ম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ২০ জুলাই দুপুরে কালিহাতী রুপালী ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে কালিহাতী নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে এ নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কালিহাতী নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রওশনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী নার্সিং ইনস্টিটিউট ও রুপালী ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের চেয়ারম্যান ডা. মোঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী নার্সিং ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. আঃ আজিজ মিয়া, পরিচালক (অর্থ) আব্দুল মালেক, ভারপ্রাপ্ত নার্সিং সুপার ভাইজার মাখসুদা পারভীন, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সহকারী অধ্যাপক জহুরুল হক বুলবুল, ব্রাক্ষ্মনশাসন মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জিন্নাহ মিয়া ও কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এ. কে. এম আতিকুর রহমান ফরিদ প্রমুখ।