সখীপুরে নির্বাচনে হেরে গাড়ি ভাঙচুর, হামলা

সখীপুরে নির্বাচনে হেরে গাড়ি ভাঙচুর, হামলা: পরাজিত প্রার্থীসহ গ্রেফতার ৬

টাঙ্গাইল ফিচার রাজনীতি সখিপুর

সখীপুর প্রতিনিধি: সখীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট কে‌ন্দ্রে ফলাফল ঘোষণাকে কেন্দ্র ক‌রে প্রিজাইটিং ও পুলিশের উপর হামলার অভিযোগে পরাজিত প্রার্থীসহ ৬ জনকে গ্রেফতার করছে থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে সরকারি কাজে বাধা ও গাড়ী ভাঙচুর অভিযোগে এদেরকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই উপজেলার চার ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। হতেয়া ইউনিয়নে হাজী হাফিজ উদ্দিন উচ্চ বিদ‍্যালয় ভোট কে‌ন্দ্রে ফলাফল ঘোষণাকে কেন্দ্র ক‌রে পরাজিত প্রার্থী বৈদ্যুতিক পাখার আব্দুল বারেক, নছির (মোরগ প্রতীক) নাছির উদ্দিন (তালা) প্রতীকের সমর্থকরা প্রিজাই‌ডিং অফিসা‌র মোঃ আনোয়ার হোসেন ও কেন্দ্রে ডিউটিরত পুলিশের উপর হামলা ক‌রে‌। পরে প্রিজাইডিং অফিসার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে দ্রুত সময়ে সময়ে স্ট্রাইকিং ফোর্স ও অতিরিক্ত টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে হামলাকারী‌দের ছত্রভঙ্গ কর‌তে গ‍্যাস ও ৪ রাউন্ড রাবার বু‌লেট ছো‌ড়ে। এ ঘটনায় অন্তত ৬জন মামলাকারী আহত হয়।

 

ওই কেন্দ্রের প্রিজাই‌ডিং অ‌ফিসার ও উপজেলা একাডেমিক অফিসার মোঃ আনোয়ার হোসেন জানান, নিয়ম অনুযায়ী ফলাফল ঘোষণা পর পরাজিত প্রার্থী (বৈদ্যুতিক পাখা প্রতীক) আব্দুল বারেক, নছির (মোরগ প্রতীক) নাছির উদ্দিন (তালা) প্রতীকের প্রার্থীসহ সমর্থকরা হামালা করে দুটি গাড়ী ভাঙচুর করে। সরকারি কাজে বাধা দেওয়ায় এদের শাস্তি হওয়া প্রয়োজন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত মোঃ রেজাউল করিম মুঠোফোনে বলেন, নির্বাচনে ব্যবহারিত গাড়ি ভাঙচুর, প্রিজাইডিং ও পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাঁধা দেওয়ায় তিন প্রার্থীসহ ১৫জনের নামে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ওই মামলার ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার সকালে গ্রেফতারকৃতদের সকালে কোর্টে সোপর্দ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *