নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা কলেজ শিক্ষক সমিতি শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। বুধবার, ১৯ জুলাই দুপুরে টাঙ্গাইল স্থানীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) এর টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আজাহার আলী মিয়া ও সাধারণ সম্পাদক এস এম আব্দুল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ বিভিন্ন কলেজ, জেলা ও উপজেলার শিক্ষক নেতা বক্তব্য দেন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সমাপনী বক্তব্যে বাকশিসের সভাপতি আজাহার আলী মিয়া বলেন, টাঙ্গাইল জেলা থেকে অনেক নেতার জন্ম হয়েছে। অনেক আন্দোলন শুরু হয়েছে। ইতিমধ্যে শিক্ষকদের দাবি আদায়ের আন্দোলন এই টাঙ্গাইল থেকে শুরু হয়ে দেশব্যাপী বিস্তার লাভ করেছে। বর্তমানে আমাদের দাবি শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করতে হবে। এবারের আন্দোলনও এই টাঙ্গাইল থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়ে দেশব্যাপী আন্দোলনে পরিণত করা হবে।