নিজস্ব প্রতিবেদক: ঘাটাইল উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে অটোরিকশাচালক আলম মিয়াকে (৪৫) গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ওই আসামি আনিসুর রহমান খান (৩২) শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
আদালত পরিদর্শক তানভীর আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ইসমত আরা তার জবানবন্দি লিপিবদ্ধ করেন। আজ সন্ধ্যায় আনিসুরের জবানবন্দি নেওয়া শেষ হলে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) উপপরিদর্শক মনির হোসেন জানান, ঘাটাইল উপজেলার সুনটিয়া গ্রামের অটোরিকশাচালক আলম মিয়াকে গত বৃহস্পতিবার দুষ্কৃতকারীরা গলা কেটে হত্যা করে। পরে আলম মিয়ার বোন কামরুন্নাহার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে।
আনিসুর রহমান তার জবানবন্দিতে জানায়, তারা ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করতে গিয়ে সিঁধ কেটে ঘরে ঢুকে এবং আলম মিয়াকে কুপিয়ে হত্যা করে । এ সময় পাশের বাড়ির মানুষ জেগে উঠলে তারা অটোরিকশাটি ছিনতাই না করেই পালিয়ে যায় ।
গোয়েন্দা পুলিশ জানায়, এই হত্যায় জড়িত থাকার অভিযোগে সুনটিয়া গ্রামের হারুন খানের ছেলে আনিসুর রহমান খানকে গত শুক্রবার গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে এই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে তার সহযোগীদের নাম প্রকাশ করেন। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত শাবল ও দা উদ্ধার করা হয় এবং হত্যায় জড়িত মোঃ রায়হান (১৯), খায়রুল (১৯), আব্বাস (৪০), হুমায়ূন (৪৯) ও মোঃ সজলকে (২৫) কে গ্রেপ্তার করা হয়। তাদের সবার বাড়ি ঘাটাইলের সুনটিয়া গ্রামে বলে জানা গেছে।
তদন্তকারী কর্মকর্তা মনির হোসেন আরো জানান, আজকে গ্রেপ্তার হওয়া পাঁচজন আসামীকে আগামীকাল রোববার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।