টাঙ্গাইল-পার্ক-বাজার-ব্যবসায়ী-সমিতি

টাঙ্গাইল পার্ক বাজার ব্যবসায়ী সমিতির জরুরী সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল টাঙ্গাইল সদর ফিচার

নিজস্ব প্রতিবেদক: মেজর জেনারেল মাহমুদুল হাসান চাঁদ বাজার (পার্ক বাজার) কে টাঙ্গাইল পৌরসভা কতৃর্ক নিতিমালা বহির্ভূতভাবে পাকা মার্কেট ভবন নির্মাণের প্রতিবাদে পার্ক বাজার ব্যবসায়ী সমিতির জরুরী সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে আলু বাজার মার্কেটস্থ বাজার সমিতি মিলনায়তনে এই জরুরী সভার আয়োজন করা হয়।

 

মেজর জেনারেল মাহমুদুল হাসান চাঁদ বাজার (পার্ক বাজার) সমিতির সভাপতি মোঃ আঃ বারেক মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্ক বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ জোয়াহের আলী, আওয়ামী মৎস্যজীবী লীগ এর নেতা মোঃ আমির হামজাসহ বাজার কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

সভায় বক্তারা জানান, আমরা জানতে পেরেছি আমাদের এই বাজারে পেরিফেরীভুক্ত তো’হা বাজারের নীতিমালা বহির্ভূতভাবে চিকেন মার্কেট নির্মাণের পায়তারা করছে যা বিধিসম্মত নয়। এ বাজারটি একটি উন্মুক্ত বাজার যেখানে জেলার বিভিন্ন জায়গা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র চাষীরা তাদের শস্য বিক্রয় করে থাকে। সেখানে কোন প্রকার বহুতল বিশিষ্ট স্থাপনা করার নীতিমালা বহির্ভূত। ১নং খাস ক্ষতিয়ানের ভূমি বন্দোবস্ত দেওয়ার মালিক জেলা প্রশাসক। ইতিপূর্বে গত ২৭ এপ্রিল ২০২৩ তারিখে আমরা জেলা প্রশাসক মহোদয় বরাবরে বাজার সংক্রান্ত বিষয়ে একটি আবেদন করেছি।

 

যদি উক্ত দরখাস্তের আলোকে এবং মহোদয়ের সুবিবেচনায় এই বাজারের সমিতির মাধ্যমে প্রকৃত ব্যবসায়ীদের মধ্যে ভিটি শপ লাইসেন্স প্রদান করেন, তাহলে পূর্বে উল্লেখিত দরখাস্তের আলোকে তার সাথে আলাপ আলোচনার মাধ্যমে যে কোন শর্তে ভিটি শপ লাইসেন্স নিতে ইচ্ছুক। পৌরসভার মাধ্যমে বাজার কোন স্থাপনা করতে গেলে তা ব্যবসায়ী কোনভাবে মেনে নিবে না। এই বিষয়টি সম্মানিত জেলা প্রশাসকের নিকট দরখাস্ত আকারে ইতিমধ্যেই দিয়ে এসেছি।

 

তারা জানান, আমাদের দাবির বিষয়টিকে গুরুত্বসহকারে মেনে নেয়া না হয় তাহলে আমরা রাস্তায় নামবো এবং সর্বোচ্চ আন্দোলন গড়ে তুলবো। এসময় নেতৃবৃন্দ তাদের নিন্মোক্ত তিন দফা দাবী তুলে ধরেন। মেজর জেনারেল মাহমুদুল হাসান চাঁদ বাজার পার্ক বাজারে তো’হা বাজারে পৌরসভা কতৃর্ক দোকান নির্মাণ করা যাবে না। মেয়র মহোদয় প্রশাসনের যোগসাজসে রহস্যজনকভাবে গরীব দোকানদারদের উচ্ছেদ করার ষড়যন্ত্রে লিপ্ত। নিজ স্বার্থ চরিতার্থ করার ষড়যন্ত্র করছে। যদি অত্র বাজারে অবৈধভাবে দোকান ও ভবন নির্মাণ করার চেষ্টা করে তাহলে অত্র বাজারে মানববন্ধন ও বাজার বন্ধ করাসহ বৃহত্তম আন্দোলনের ডাক দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *