মির্জাপুরে-নিজস্ব-অর্থায়নে-বেইলি-ব্র্রীজ-স্থাপনের-উদ্বোধন-করেন-এমপি

মির্জাপুরে নিজস্ব অর্থায়নে বেইলি ব্র্রীজ স্থাপনের উদ্বোধন করেন এমপি

ফিচার মির্জাপুর রাজনীতি

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভর নিজস্ব অর্থায়নে একটি বেইলি ব্রীজ স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে উপজেলার হিলড়া-আদাবাড়িতে বন্যার পানিতে ধসে যাওয়া ব্রীজের স্থলে তিনি নিজেই এই কাজের উদ্বোধন করেন।

 

জানা যায়, উপজেলার হিলড়া-আদাবাড়ির জরাজীর্ণ পুরনো ব্রীজটি একবছর পূর্বে বন্যার পানির প্রবল স্রোতে ধসে যায়। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী মানুষ চরম দুর্ভোগের শিকার হয়। স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ মানুষের সাময়িক চলাচলের জন্য ২ লক্ষাধিক টাকা ব্যয়ে বাঁশের সাকো নির্মাণের ব্যবস্থা করে দিয়েছিলেন।

 

পরে মানুষের দুর্ভোগ লাঘবের জন্য সংসদ সদস্য ওই স্থানে একটি পাকা ব্রীজ নির্মাণের প্রতিশ্রুতি দেন। পাকা ব্রীজ নির্মাণ না হওয়া পর্যন্ত একটি অস্থায়ী বেইলি ব্রীজ স্থাপনের ব্যবস্থা করা হয়। বুধবার এই স্থাপন কাজের উদ্বোধন করা হয়। পাঁচ লাখ টাকা ব্যয়ে ৩০ মিটার দৈর্ঘ্য এই বেইলি ব্রীজটি স্থাপনের ব্যবস্থা করেন খান আহমেদ শুভ এমপি।

 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাহিদুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, মহেড়া ইউপি চেয়ারম্যান বিভাস সরকার নুপুর, ফতেপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, মহেড়া ইউপির সাবেক চেয়ারম্যান বাদশা মিয়া প্রমুখ।

উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান বলেন, গাজিপুর এলজিইডির কেন্দ্রিয় গুদাম থেকে বেইলি ব্রীজের উপকরণগুলি আনা হয়েছে। পরিবহন খরচ, স্থাপন খরচ এবং সংযোগ সড়ক নির্মাণে ব্যয় হবে অন্তত পাঁচ লাখ টাকা। এই পুরো অর্থই এমপি মহোদয় নিজস্ব তহবিল থেকে ব্যয় করবেন বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *