গোপালপুর প্রতিনিধি: গোপালপুরে জুয়ার আসর থেকে ৪ জুয়াড়িকে আটক করেছে গোপালপুর থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে পৌরসভার উত্তর গোপালপুর ফকিরপাড়া এলাকা থেকে জুয়া খেলার সময় হাতেনাতে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন পোড়াবাড়ী গ্রামের নয়ন আলীর ছেলে জালাল (৪২), উত্তর গোপালপুরের আমির ব্যাপারীর ছেলে ফরমান (৩৮), মৃত আজগর আলীর ছেলে মিনহাজ (৫২) ও মৃত হাবিবুর রহমান মৃধার ছেলে মোস্তফা (৪০)।
গোপালপুর থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান জানায়, গোপালপুর থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক দ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করার সময় সংবাদ পাই, ওই এলাকার জিনু মিয়ার বাড়ীর পাশের বাঁশঝাড়ের ভিতর কতিপয় ব্যক্তি তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলছে। সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনাস্থলে জুয়ার আসর থেকে প্রথমে তাদের আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জুয়া খেলার উপকরণ ও নগদ টাকা জব্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশারফ হোসেন জানান, আসামীরা প্রকাশ্য স্থানে টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারার অপরাধ করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি মাদকসহ যাবতীয় অপরাধমুক্ত সমাজ গড়তে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।