গোপালপুর পৌরসভার বাজেট ঘোষণা অনুষ্ঠিত

গোপালপুর পৌরসভার বাজেট ঘোষণা অনুষ্ঠিত

গোপালপুর ফিচার

গোপালপুর প্রতিনিধি: ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত গোপালপুর পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুলাই) দুপুরে পৌরশহরের স্বাধীনতা কমপ্লেক্সে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে সভাপতিত্ব গ্রহণ ও প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র মোঃ রকিবুল হক ছানা।

 

অধিবেশনে ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য সর্বমোট ৪০ কোটি ৩৫ লক্ষ ৮২ হাজার ৬ শত ১৬ টাকা রাজস্ব ও উন্নয়ন প্রস্তাবিত খসড়া বাজেট ঘোষিত হয়। উক্ত বাজেট ঘোষণায় বিভিন্ন রাস্তাঘাট সংস্কারসহ ও নানা উন্নয়নমূলক পরামর্শ প্রদান করেন পৌরবাসী।

 

এসময় উপস্থিত ছিলেন গোপালপুর থানার তদন্ত অফিসার মামুন ভূঁইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ একলাছুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ সিটি, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্বাস আলী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস এম আলী আজগর, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুজ্জামান মনির, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মইনুদ্দিন বাবু, ওয়ার্ড কাউন্সিলর নাসিরউদ্দিন সিকদার, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আঙ্গুর, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত প্রমুখ।

এছাড়া, বাজেট অনুষ্ঠানে পৌরসভার নাগরিকগণ, সুধী সমাজ ও পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *