গোপালপুর প্রতিনিধি: গোপালপুরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও মূল্যবিহীন ঔষধ বিক্রি করার অপরাধে তিন ঔষধ ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আওতায় ভেজালরোধে তদারকিমূলক অভিযান চালানো হয়।
গোপালপুর পৌর শহরের সূতী কালিবাড়ী বাজারে এই তদারকিমূলক অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম।
তিনি জানান, মূল্যবিহীন ঔষধ, মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রি বিক্রি করার দায়ে খান মেডিকেল হলকে ১০ হাজার, শান্তা মেডিকেল হলকে ১০ হাজার এবং শিউলি মেডিকেল হলকে ৫ হাজার, মোট ২৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।