উপহারের ট্যাব বিতরণে অনিয়ম

ঘাটাইলে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণে শিক্ষকের অনিয়ম

ঘাটাইল ফিচার

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের তালতলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষকা বিলকিস আক্তার ও স্কুলের ইংরেজি শিক্ষক (বিলকিস আক্তারের স্বামী) রফিকুল ইসলাম জুলহাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দেওয়া ট্যাব বিতরণে অনিয়ম করার অভিযোগ উঠেছে।

 

মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর দেয়া ছয়টি ট্যাব বিতরণ করার কথা থাকলেও শিক্ষার্থীদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন প্রধান শিক্ষিকাসহ তাঁর স্বামী। এই ট্যাব শিক্ষার্থীরা না পাওয়ায়, তাদের পরিবারের লোকজন ও অন্যান্য অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকরা জানিয়েছেন, মেধাবীদের মেধার স্বীকৃতি দিতে প্রধানমন্ত্রী নবম ও দশম শ্রেণির ১ থেকে ৩ রোল নম্বরধারী শিক্ষার্থীদের জন্য ট্যাব দিয়েছেন। এই ট্যাবের লোভ সামলাতে পারলেন না প্রধান শিক্ষিকা। যা খুবই লজ্জাজনক এবং মেধা বিকাশের পরিপন্থী। আমরা এই কর্মকাণ্ডের যথাযথ বিচার চাই।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল জনশুমারি ও গৃহগণনা প্রকল্প থেকে প্রাপ্ত ট্যাব প্রধানমন্ত্রীর উপহার হিসাবে মেধাবী শিক্ষার্থীকে বিতরণ করা হয়। এর ধারাবাহিকতায় ঘাটাইলের বিভিন্ন স্কুল মাদ্রাসায় মোট ৭শ ২০টি ট্যাব বিতরণ করা হয়।

 

এ ব্যাপারে দশম শ্রেণির প্রধানমন্ত্রীর উপহার বঞ্চিত ভুক্তভোগী শিক্ষার্থী জানান, সম্প্রতি উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার হাত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারটি নিয়ে অফিস থেকে ফিরে আসার কিছুক্ষণ পর প্রধান শিক্ষিকা বিলকিস এবং তাঁর স্বামী (ইংরেজি শিক্ষক) জুলহাস স্যার আমাদের ছয়জন শিক্ষার্থীর কাছ থেকে উপহারটি নিয়ে যান এবং বলেন এই ট্যাব তোমাদেরকে দেওয়া হবে না। এগুলো অফিসে থাকবে সবার জন্য।

এ বিষয়ে তালতলা কারিগরি স্কুল এন্ড কলেজের ইংরেজি শিক্ষক জুলহাস জানান, শিক্ষার্থীরা স্কুলে আসলে হাতে কলমে শিখিয়ে দিতে চেয়েছিলাম। শিক্ষার্থীরা বেশি বুঝলে ট্যাব ফেরৎ দিয়ে অন্য শিক্ষার্থীর নামে আনবো।

ঘাটাইল উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মনিরুজ্জামান জানান, কোনোভাবেই এই ট্যাব স্কুলে রাখা যাবে না। এটা সম্পূর্ণ অনিয়ম। ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম বলেন, বিষয়টা আমার জানা ছিলো না। ওই স্কুলের ট্যাব বিতরণে কোনো প্রকার অনিয়ম হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *