সারাদেশে-চিকিৎসক-নিগ্রহের-বিরুদ্ধে-টাঙ্গাইলে-মানববন্ধন-কর্মসূচি-পালিত

সারাদেশে চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালিত

Uncategorized

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে । রবিবার, ৯ জুলাই দুপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে বাংলাদেশ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয় ।

মানববন্ধনে বক্তব্য রাখেন শেখ হাসিনা মেডিকেল কলেজের সাবেক পরিচালক প্রফেসর মোহাম্মদ আলী, ওজিএসবি জেলা শাখার সভাপতি প্রফেসর ডা. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক ডা. রেহানা পারভীন, সাংগঠনিক সম্পাদক ডা. সাদিয়া সিদ্দিকা, ডা. নাসরিন সুলতানা, স্বাধীনতা চিকিৎসক পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. শফিকুর রহমান লিটন প্রমুখ ।

মানববন্ধনে বক্তারা স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, বিনা তদন্তে চিকিৎসকদের গ্রেপ্তার ও হয়রানি বন্ধ করাসহ ডা. মুনা ও ডা. শাহজাদীর এবং ডা. মিলির নিঃশর্ত মুক্তির দাবি করছি । অন্যথায় বক্তারা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আন্দোলনের হুঁশিয়ারি দেন ।

উল্লেখ্য, ঢাকার সেন্ট্রাল হাসপাতালের অধ্যাপক ডা. সংযুক্তা সাহার( গাইনি) অধীনে গত ৯ জুন ভর্তি হয়েছিলেন মাহাবুবা রহমান আঁখি । কিন্তু সে দিন ডা. সংযুক্তা হাসপাতালেই ছিলেন না ।

পরে তার দুই সহযোগী চিকিৎসক আঁখির ডেলিভারি করানোর চেষ্টা করেন । কিন্তু জটিলতা দেখা দেওয়ায় নবজাতককে এনআইসিইউতে রাখা হয় । একই সঙ্গে আঁখির অবস্থার অবনতি হলে তাকে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয় । পরে ১০ জুন বিকালে আঁখির নবজাতক সন্তান মারা যায় । এ ঘটনায় আঁখির স্বামী ইয়াকুব আলী ধানমন্ডি থানায় ‘ অবহেলাজনিত মৃত্যু’র অভিযোগে একটি মামলা করেন । মামলায় ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা, ডা. মুনা সাহা, ডা. মিলি, সহকারী জমির, এহসান ও হাসপাতালের ম্যানেজার পারভেজকে আসামি করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *